#Ch.56
' বড় আব্বু!'
আমজাদ চায়ের কাপ থেকে মুখ তুললেন। ধূসর বলল,
' আমার একটা কথা ছিল!'
' হ্যাঁ, বলো!'
তখন ইকবাল, পুষ্পর হাত ধরে ধরে সিড়ি বেয়ে নামিয়ে আনল। মেয়েটার সদ্য দু মাসে পরেছে। এতে যত্নে হুটোপুটি লাগিয়ে দিয়েছে সকলে।
পুষ্প মেজো মায়ের পাশে বসল এসে। তিনি ওকে দেখেই শুধালেন,
' এখন ভালো লাগছে?'
' একটু...
***Download NovelToon to enjoy a better reading experience!***
Updated 62 Episodes
Novel's
এক সমুদ্র প্রেম [Part.16]
Comments