লেখিকা-<(AB Tamanna)>
সব class সমাপ্ত, ছুটি হলেও অনেকেই এখনো class এ পড়ছে আবার অনেকেই গল্প করছে। কিছু সময় পর class থেকে বের হয়ে যায় তামান্না, আস-পাস টা ইকটু ঘুরবে সে, এটাই এখন তার মূল টপিক।
প্রথমে লাইবেরি📚📚 পরে কেন্টিন, কম্পিউটার ল্যাব, সাইন্স ল্যাব, সাংস্কৃতিক club সব কিছু ঘুরে দেখলো তামান্না। নাহার এখন তার class এ ....... ওরা এক ব্যাচ হলেও class আলাদা তাই তামান্না আর নাহারকে ডাকেনি।
~~ কেম্পাসের পিছনের দিকটা থেকে ফুলের পাঁপড়ি উড়ে আসতে দেখে হেসে দেয়, কোনো প্রকার তাল বিলম্ব না করে চলে যায় কেম্পাসের পিছন দিকে।
তামান্নার মুখ খানি জল জল করে উঠলো কেম্পাসের পিছনটায় গিয়ে। কি মনরোম সেই দৃশ্য। সামনে বড় একটা ইট সিমেন্ট এর তৈরি ঘাট বাধানো পুকুর। পুকুরের ভিতর পদ্ম ফুলেরা যেন লুকু-ছুপি খেলছে। পুকুরের বা-পাস দিয়ে চলে যায় সরু একটি রাস্তা। রাস্তাটি চলে যায় বড় মাঠের মধ্যে বোধ হয় এটা একটি playground ⚾⚽🎾🏀 হবে।
পুকুরের ডান-পাসে সিরিয়াল করে লাগানো বড় বড় কৃষ্ণচূড়া ফুলের গাছ। ১টা নয় ২টা নয় প্রায় ৫ টা ফুলের গাছ🌸🌸। আসে-পাসে পাখিদের কিচির মিচির, হালকা-আবছা রোদ, মৃদূ বাতাস। এ সব কিছু দেখে মনটা জুরিয়ে গেলো তামান্নার।
হঠাৎ পিছন থেকে নাহার ডাকতে ডাকতে দৌরে আসে তামান্নার কাছে।
-"এই তামান্না, তুই আমায় রেখে একা কই ছিলি? এখানে কী করিস? পাঁজি আমি কত ভয় পেয়েছিলাম জানিস। আজ তোর খবর না পেলে তো সে আমাকে মেরেই-------------😶😶"-
নাহার চুপ করে গেলো চোখ খিচেঁ জিভে কামঁড় দিয়ে মনে মনে বলল,"(💭এইরে এখনি তো মুখ ফুসকে বলে ফেলছিলাম সিক্রেট টা )"
-"কে মেরে ফেলবে?"-
তামান্নার এমন কথায় ভোরকে গেলো নাহার, এখন নাহার কি বলবে? আমতা আমতা করে বলতে লাগলো,-" ইয়ে.....মানে....আমি 😣😣 আমি ভয় পেয়ে ছিলাম যে আমার বান্ধুবী টা কই হারিয়ে গেলো। 😁😁 তোকে খুজে না পেলে তো তোর আব্বু-আম্মু আমাকে মেরেই ফেলবে।"-
আব্বুর কথা মনে করে কিছুটা মন খারাপ হলেও আম্মুর কথা মনে করে তামান্না তাচ্ছিল্লের হাসি হেসে বলল,-"মারবে না। আমার আম্মু তোকে মারবে না বরং চো আরো খুশিই হবে।"-
কথাটি বলার সময় তামান্নার মুখটা মলিন হয়ে আসে। নাহার মজা ভেবে হেসে উড়িয়ে দেয়।
~~ হয়তো মজা ভেবে কথা গুলো উড়াতো না যদি না নাহার তামান্নার মলিন মুখ খানি দেখতো, দেখবে কি করে হেজাব এর সাথে মাক্স না নিকাপ পরেছে। নিকাপ খুলতে বললে বলে যে নিকাপ নাকি খুললে পরে লাগানো যাবে না। তাই সারাদিনে কিছু খায় ও নি।
নাহার মুচকি হাসি দিয়ে বলল,-" চল যাই বাসায় জেতে হবে তো।"-
-"ঠিক আছে চল"-
তারা ইউনির্ভাসিটির গেইটে পৌছে যায়, নাহার চলে যায় Car 🚖🚖 দিয়ে। আসলে নাহার হচ্ছে এই ইউনির্ভাসিটি চেয়ারম্যান এর মেয়ে ফর্সা ত্বক,গোলগাল চেহারা,পুটুল পুটুল চোখ মোট কথা হলো নাহার হচ্ছে এক অপূর্ব সুন্দর্যের অধিকারীনি। তাদের বাসার রাস্তা দুইটা দুই দিকে হওয়ায় তামান্নাকে একাই যেতে হবে তাদের বাসার রাস্তায়।
তামান্না বির বির করে বলল,-"বাসা😕😐! বাসায় এখন কে যায় আমি সাংবাদিকের মেয়ে কাজী তামান্না আফরিন ময়ূরী😤😤
তাচ্ছিল্লের হাসি হেসে দেয় তামান্না ,-" আমার তো এখন তিনটা টিউসন আছে এগুল শেষ করে ডায়রেক ৯ টার দিকে ফিরতে হবে বাসায়, সাংবাদিকের মেয়ে বলে কথা।"- 😑😑
~~ আসলে তামান্নার তিনটা টিউসন তিন দিকে ১টা বসুন্ধরার I block এ , ১টা অ্যাপলোর পাসে আর ১টা নদ্দার ঢালি বাড়িতে।
~~ আসলে তামান্নার ছোট বোনের বান্ধবী হচ্ছে এই তিন জন, তামান্নার ছোট বোন তিশা সবসময় তার বোনের জন্য ভালো ফলাফল করে ,তাই তামান্নার কাছেই পরতে দিয়েছে তাদের ,তারাও ভালো ফলাফল পেয়ে সন্তুষ্ট ।
নাহার ফ্রেস হয়ে খেয়ে-দেয়ে ফোনটা হাতে নিলো
ফোনের ওপাস থেকে ১টা গম্ভীর পুরুষালী কন্ঠ ভেসে উঠলো,-"📱📞 ভালো তুই?"-
আরে ভাই এতো কোনো কন্ঠ না এ যেন ১টা😩😩 বুলডোজার, সোনার সাথে সাথেই গাঁ সিউরে উঠলো নাহারের।
\-"📱📞 জ্বী ভালো। আচ্ছা আমাকে ১টা কথা বলতো ভাইয়া তুমি বিদেশ থেকে এসে আগে বাসায় না গিয়ে ওকে দেখতে আসলে কেন?"-
নাহার ইকটু দুষ্টু হাসি দিয়ে বলল,"-📱📞 হুম........ কী চক্কর চলছে...... "-
আবার ফোনের ওপাস থেকে ভেসে এলো ওই অপরিচিত মানুষটির কন্ঠ,-"📱📞 দেশে ফিরে সবার প্রথম ওকে দেখবো বলে নিজেকে নিজে কথা দিয়ে ছিলাম তাই আর কী? "-
নাহার জিঙ্গাসা সূচক দৃিষ্ট দিয়ে বলল,-"📱📞 OK তা এখন তুমি কী করে ইউনির্ভাসিটি তে প্রবেশ করবে,তোমার তো পড়া-শোনা শেষ? "-
\-"📱📞 কাল শুক্রবার, শনিবারে দেখে নিশ কিভাবে যাই। রাখি ছোট বম 💣 ডাকছে।"-
\-"📱📞 আচ্ছা ভাইয়া রাখি শনিবারে দেখা হবে।"-
ছেলেটি ফোনটা রেখে দেবে এমন সময় ফোনের ওয়াল্ডপেপার এর দিকে নজর দিলো। সেখানে ছোট্ট ১টা মেয়ের ছবি, মেয়েটির বয়স বেশি হবে না এই ১২ বা ১৩ বছর সাদা রং এর সাথে লাল জরজেট এর উরনা গলায় পেচানো, ডান হাতে ১টা হাওয়াই মিঠাই নিয়ে খাচ্ছে, আর বা হাতে ৪টি হাওয়াই মিঠাই নিয়ে ধরে রেখেছে।
মেয়েটির বিবরণ কি আর বলবো ধবধবে র্ফসা না আবার কুচকুচে কালো ও না, শেমবর্ণের চেহারায় যেন মায়ার লুটুফুটি খাচ্ছে বারংবার।
ছেলেটি ভয়েস deep করে বলল,-"৮ বছর প্রায় ৮ টা বছর পর আবার আমার ময়ূরীর দেখা পাব।"-
ছেলেটা কিছুটা সময় পর হেসে দিয়ে বলল,-"ভাবতেই যে কত ভালো লাগছে বলে বুঝাতে পারব না।"-
<(TBC)\>
***Download NovelToon to enjoy a better reading experience!***
Comments