#পর্ব____ ৪ লেখিকা-<(AB Tamanna)>

~~ ওদিকে ~~

ইষান তার পরিবার নিয়ে রাতের খাবার খেতে বসেছে।

আজ ইষানের মা ইসরাত জাহান তার ছেলের পছন্দের সব রকম খাবার রান্না করেছে যেমন ইলিশের দো-পেয়াজা, মুরগির রোস্ট, গরুর কালা ভুনা, তীরামিসু ( এক ধরনের ডের্জট ), গোলাপ-জামুন প্রায় ৭/৮ রকমের খাবার just for Eshan.....

ইনায়া ডাইনিং টেবিলে এসে দেখে কোনো কিছুই তার পছন্দ মতন নেই , ইষানও এসে ইয়ানার পাসে দাড়িয়ে দেখলো মা আজ তার পছন্দের সকল খাবার রান্না করেছে।

ইষান খুসি হয়ে বলল,-"wow😮আমার মা যে আজ আমার জন্য আমার পছন্দের সব কিছুই তৈরি করেছে।

হঠাং ইষানের নজর পরলো তার পাসে থাকা ইনায়ার উপর, ইনায়া কেমন অদ্ভুদ নজরে তাকিয়ে আছে ইষানের, 😒😒

ইনায়া কাদো কাদো মুখে অভিনয় করে বলতে লাগলো, -"😩😩 হায় আফসোস.... আম্মু আমার Birthday তে ও এতো পদ রান্না করে না আর আজ।"-

ইনায়া মাথায় হাত রেখে তাচ্ছিলের কান্না সুরু করে দেয়,-"আহারে😩😩....... cos2 cos2 কষ্টে মোর বুকটা ফাটি যাতিসে।

ইষান ইনায়ার কথা সুনে অভাগ হয়ে গেলো, একটি পইশাচিক হাসি দিয়ে মনে মনে ভাবলো,-"(💭আরে এটাতো ময়ূরীর ডায়লগ ছোট বেলায় এই ডায়লগ টা কত কত বার সুনেছি ময়ূরীর মুখে😑😅।)"-

পরিবারের সবাই , বলতে গেলে ইষানের বাবা মোস্তফা কামাল চৌধুরি ও এসে পড়লেন, সবাই খেতে বসলেন ও খাওয়া সুরু করলেন ইষান প্রথম লোকমা খাবার মুখে তুলতেই যাবে হঠাং ভুতের ভয়ঙ্কর চিৎকারে জড়সড় হয়ে গেলো খাবার টেবিলে বসে থাকা সকলেই😱😱।

ইসরাত জাহানের মুখ মলিন হয়ে গেলো, মনের আজান্তেই বলে উঠলেন,-"আবারো মেয়েটা মনে হয় কান্না করছে😢।"-

ইষান চমকে গিয়ে বলল,-"মেয়ে টা কোন মেয়ে??"-

ইনায়া মলিন কন্ঠে বলল,-" তামান্না আপু ভাইয়া।"-

ইষান ধীর ও ভয়ে ভরা কন্ঠে বলল, -"তা তা তামান্না মা মানে..😨😨.তামান্না আফরিন ম ময়ূরী।"-

-" জি ভাইয়া😥😥 ২/৩ দিন পর পর এরোকম ভুতের ভিডিও বা মুভি নিয়ে বসে পরে। আর আমাদের রুমের লাইট অফ হয়ে গেলেই তামান্না আপু ভিডিও দেখা অফ করে দেয়😢😢।"-

-"জানো ভাইয়া এসব আমি জানতাম না but অনেক কষ্টে তিশার মুখ খুলিয়ে জানতে পারলাম আর যেই দিন তামান্না আপু কিচ্ছু খায় না😥😥।"-

মোস্তফা কামাল বলো উঠলেন,-"এই পরিবারে তো মেয়ে টা খুশি হইলো না আসা করি তার স্বামীর পরিবারে খুশিতে যেন ভরে যায়।"-

~~ ইষান কি যেন ভাবছে , পরে একটা সান্ত স্বাস নিয়ে টেবিল থেকে উঠে পরতেই ইষানের মা ইসরাত জাহান বলে উঠলেন,-" আরে বাবা কি হলো, খাচ্ছনা কেন উঠে যাচ্ছো যে ?? -"

-" মা খিদে নেই পরে খাব আর খুব টাইয়াড লাগছে।"-

ইষান আর কিছু খেতে পাড়লো না উঠে যায় টেবিল থেকে।

-"আমি আমার রুমে গেলাম মা 😢😢"-

ইষান চলে গেলো তার রুমে তামান্না অনেক সময় ধরে কান্না করার পর বাইরে তাকিয়ে দেখলো পাশের বাসার লোকদের জানালার লাইট অফ হয়ে গেছে তামান্না বুঝতে পারলো তারা ঘুমের দেশে পা দিতে যাচ্ছে, তাই টিভিতে ভুতের মুভি টা অফ করে দিলো।

~~~ তামান্নার রুম ও ইষানের রুম পাশা-পাশি হওয়ায় ইষান টের পেলো তামান্নার রুম থেকে আর কোনো শব্দ বা সাউন্ড আসছে না। ইষান বুঝতে পারলো যে তাদের কারোনেই তামান্না সব অফ করেছে।

~~~ ইষান চলে যায় ফ্রেস হতে অনেক র্জানি হয়েছে আজ, ইয়ারর্পোট থেকে ডাইরেক বাসায় না গিয়ে কোনো এক Importent কাজ করতে গিয়ে ছিলো, পরে বিকাল ৬টায় এসেছে বাসায়।

~~~ ফ্রেস হয়ে রুমে এসে সোজা চোখ গেলো তামান্নার রুমের জানালায়, জানালা দিয়ে তামান্নার পুরো রুম দেখা যায়।

~~~ ইষান চলে যায় ফ্রেস হতে অনেক র্জানি হয়েছে আজ, ইয়ারর্পোট থেকে ডাইরেক বাসায় না গিয়ে কোনো এক Importent কাজ করতে গিয়ে ছিলো, পরে বিকাল ৬টায় এসেছে বাসায়।

~~~ ফ্রেস হয়ে রুমে এসে সোজা চোখ গেলো তামান্নার রুমের জানালায়, জানালা দিয়ে তামান্নার পুরো রুম দেখা যায়।

<(TBC)\>

Download

Like this story? Download the app to keep your reading history.
Download

Bonus

New users downloading the APP can read 10 episodes for free

Receive
NovelToon
Step Into A Different WORLD!
Download NovelToon APP on App Store and Google Play