তেঁতোময় প্রেমের মধুময় আসক্তি

তেঁতোময় প্রেমের মধুময় আসক্তি

# পর্ব ____ ১ লেখিকা-<(AB Tamanna)>

সাদা-মাটা বোরকা পরিহীতা ২০ বছর বয়সি তামান্না প্রথম বারের মত পা রাখলো ~নর্থ সাউথ ইউনির্ভাসিটিতে ~

মনটা তার আনচান এ পরিপূর্ণ। জিবনে প্রথম তার বান্ধবী ঐশিকে ছাড়া কোথাও পড়বে সে। ইউনির্ভাসিটিতে পা রাখতেই সুকনো পাতার মত চুপসে গেলো তার মুখ, আসে-পাসের সবাই যে তামান্নার অচেনা.....😨😨। তামান্নার মুখটা আরো মলিন হয়ে গেলো যখন দেখলো , ইউনির্ভাসিটির সব মেয়েরাই ওয়েস্টেন ড্রেস পড়িহীতা 😞😞😞। কেউ ( জিন্স+শার্ট)👖👕 কেউ (টাইস + টপস), বিদেশী কিছু মেয়েরা তো শর্ট জিন্সের সাথে টি-শার্ট।২০২৫ সালের আধুনিক বা বলতে গেলে মর্ডান মেয়ে বলে কথা।

কেম্পাস দিয়ে হাটছে ও তামান্না বিষন্নতায় যেন মরে যাচ্ছে। যেন মনে হচ্ছে শত শত কবুতর ও পায়েরার মাঝে যেন একটি এতিম কাক ঘুরে বেরাচ্ছে চারপাসে। এতিম হবে না তো কী? আদোরের বান্ধবীটা তো আর এই ইউনির্ভাসিটি তে এডমিশন নিতে পারে নি, পেয়েছে ~বাংলাদেশ open ইউনির্ভাসিটি ~🏫 ।আসে-পাসের সবাই কেমন অদ্ভুদ দৃষ্টিতে তাকাচ্ছে বেচারা এতিম তামান্নার দিকে ,কারন তামান্নার ড্রেসিং টা ছিল সবার থেকে ভিন্ন । তামান্নার ৬ষ্টীয় ইন্দ্র তাকে জানান দিল কিছু আসোর্যকর দৃষ্টির তার ই দিকে। 😏😒

তড়িৎ গতিতে ১ম বর্ষের বাংলা ডিপার্টমেন্ট খুজতে লাগলো। তাড়াতাড়ি class খুজতে থাকায় কারোর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় তামান্না। এমনকি হাতে প্রচুর জালতে থাকে কেন জানি।

মাথা উঠিয়ে সামনে তাকালো তামান্না। সামনে ৩ টা মেয়ে ও ২ টা ছেলে। সাদা চেক টানা সার্ট পরা ছেলে টা তামান্নার কাছে যাবে তখনি সামনের মর্ডান মেয়েটি থামিয়ে দিলো, ছেলেটিও থেমে গেলো,

মনে হচ্ছিল যেন এই মেয়ে টা তাদের দলের লিডার। গায়ের রং ধবধবে ফর্সা, short জিন্স ও ১টি নীল রং এর টি-শার্ট । চুল গুলো ছোট ছোট চুল এ আবার হালকা খয়রী রং । না, আমেরিকান হলে মন্দ হয় না ।

তামান্না এক পলকেই জেন মেয়ে টার উপর একটা ক্রাস খেয়ে বসে আছে । তামান্না মনে মনে ভাবল,"( নাহ , মাসাআল্লাহ মেয়েটা অনেক সুন্দর । একদম কোনো হূরপরীর মতন😯😯। )"

তামান্নার ধেয়ান ভাঙ্গলো সামনে থাকা হূরপরীর মত মেয়ে টার মুখে ডাইনিবুড়ির মতন কথা সুনে।-"এই ইডিয়েট,রাসকেল,রেহায়া মেয়ে দেখে চলতে পারো না ! 😠😠 অন্ধ নাকি!😠দিলে তো আমার ২০০ টাকার কফি ফেলে😡।"-

তামান্না মুচকি হেসে দাড়িয়ে পরলো মনে মনে ভাবল,"(আমি তো ভুলেই গিয়েছিলাম এতো বড় ইউনির্ভাসিটিতে বড়লোক পরিবারের বড়লোক ছেলে-মেয়ে রাই তো পড়বে।But আমি অসহায় 😩😩 আমাকে তো সব কিছু মেনে নিতে হবে।)

-" I'm sooo sorry আপু আমি ইচ্ছে করে কাজ টা করি নি। Again আমাকে মাফ করে দাও"-

তামান্নার কথা সুনে সবার চোখ কপালে। এতো সুন্দর কন্ঠ আগে কোন দিন যেন সুনেনি তারা। কি মায়া ভরা কন্ঠ তার। এযেন কোনো কোকিলের কিচির-মিচির করে ডাকা-ডাকি করছে ও গান গাইছে। পাশ থেকে একটি ছেলে বলে উঠলো,-"বাহ! তোমার কন্ঠতো খুব সুন্দর। তুমিতো মনে হয় নূর কেও ছাড়িয়ে যেতে পারবে।"-

ছেলেটির কথাটা সুনে রেগে গেলো নূর , বিকট শব্দে চিৎকার দিয়ে বলল,-"Stop it Ray😡😡"-

এটা সুনে নূর নামে ফর্সা মেয়েটি তামান্না চড় মারতে উদ্রত হলো। ৫ সেকেন্ড হওয়ার পড় ও যখন চড় টা তামান্নার গালে পড়ে নি.. তখন তামান্না চোখ খুলল।

😣😣দেখা গেলো নূর এর হাত তামান্নার পাসে থাকা আর একটা মেয়ে। New ট্রেন্ডের পাকিস্তানি ছেলোয়ার-কামিছ হালকা আকাশি রং এর হেজাপ ও এক সাইড এ উরনা।

-" নূর এই সব কি রকমের বেয়াদোবি!😠😠 ও তোমার মত 2.23 পাওয়া মেয়ে না ও Golden A+ পাওয়া মেয়ে , স্কলারর্শিপ পেয়ে এখানে পড়তে এসেছে। আর তোমার তো দেখছি কোনো বুদ্ধি নেই😏😏, জুনিয়ার দের সাথে কিভাবে কথা বলতে হয় তা কি তুমি ভুলে গেছ।"-

নূর রেগে উঠে বলল,-" দেখো নাহার আমাদের মাঝখানে কথা বলতে এসো না, আমি এটা like করবো না।"- 😠

নাহার জোড়ালো কন্ঠে বলে উঠলো,-" আমার classmate এর গায়ে হাত দিবে .... আর আমি কি এটা like করবো কি ভেবাছো? 😉😏

নূর আরো কিছু বলবে কিন্তু নূরের আশে-পাশে , থাকা ছেলে-মেয়ে ৪ টি তাকে কিছু বলতে দিলো না। sorry বলে নূরকে টেনে নিয়ে চলে যেতে চাইলো। নূর যাওয়ার সময় চিৎকার দিয়ে বলে উঠলো,-" অসর্ব , কুশিৎত মেয়ে তোকে আমি দেখে নিব।😡👺💀"-

তামান্না আসে-পাসে তাকালো, আসে-পাসের সবাই কেমন অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে, অনেকে তো ভিডিও ও করছে ,😔😔

নূর এর মুখ থেকে আসা কিছু তৃক্ত কথা সুনে কেন জানি তামান্নার দুচোখ দিয়ে টপ টপ করে দুফোটা নোনা জল গরিয়ে পড়তে চাইলো।কিন্তু তামান্না তা মুছে নিয়ে বলল,-" নাহার আপু thank you.....😇😇।"-

নাহার ইকটু ইতস্তত হয়ে বলল,-"আরে....😅😅 আমি তোমার সিনিয়র না। আমরা সেইমইয়র, আমরা দুজনেই ১ম বর্ষের ।"-

তামান্নাকে এক পলক দেখে নিল নাহার, তামান্নার পড়নে ছিলো কালো হেজাপ সহ কালো রং এর বোরকা। কালো নিকাপ,কিছুটা চেপ্টা সোনালি রং এর গোল চশমা।চোখের নিচে পর পর ২ টা তিল।

-"তোমাকে এই look এ বেশ মানিয়েছে।"-😸😸

-"thanks 😊 তোমাকে ও অনেক সুন্দর লাগছে"-

-" এই যা তোমার নাম ই তো জানা হয় নি, 😋😋 তা বলগো সুন্দরি তোমার নাম টা কী?"-

-" আমি তামান্না আফরিন ময়ূরী আর আমি সুন্দর না তাই আমায় শন্তনা দিয়ে লাভ নেই।"-😥😥

নাহার ইকটু ভাবশিল কন্ঠে বলল,-"ok okচলেন মিস সুকন্ঠী but বিনাসুন্দরি লেকচার সুরু হতে আর ২ মিনিট বাকি।"-

নাহার বিষয় টা মজার ছলে নিলে ও তামান্নার জিনিস টা ভালো লাগলো না মুখটা গম্ভির হয়ে এলো। তারা দুজনেই হাটছে👭class এর সামনে এসে নাহার তামান্নাকে ভেতরে পাঠিয়ে নাহার পিছনে তাকালো, কাউকে খুজলো,কালো হুডি পরা একটা ছেলে কে দেখে নাহার খুশি হয়ে চলে গেলো class এ।

লোকটি কাউকে SMS করে বলল,"-📲 তামান্না ইউনির্ভাসিটি তে এসে গেছে , এখন আর তোর চিন্তা করতে হবে না। আমি সামলে নিব।"-

-"📲 ok got it bro............"-

<(*TBC*)>

Hot

Comments

CRAZY GHOST

CRAZY GHOST

wow you are Bengali too

2025-08-05

0

See all

Download

Like this story? Download the app to keep your reading history.
Download

Bonus

New users downloading the APP can read 10 episodes for free

Receive
NovelToon
Step Into A Different WORLD!
Download NovelToon APP on App Store and Google Play