~~~ তামান্নার রুম ও ইষানের রুম পাশা-পাশি হওয়ায় ইষান টের পেলো তামান্নার রুম থেকে আর কোনো শব্দ বা সাউন্ড আসছে না। ইষান বুঝতে পারলো যে তাদের কারোনেই তামান্না সব অফ করেছে।
~~~ ইষান চলে যায় ফ্রেস হতে অনেক র্জানি হয়েছে আজ, ইয়ারর্পোট থেকে ডাইরেক বাসায় না গিয়ে কোনো এক Importent কাজ করতে গিয়ে ছিলো, পরে বিকাল ৬টায় এসেছে বাসায়।
~~~ ফ্রেস হয়ে রুমে এসে সোজা চোখ গেলো তামান্নার রুমের জানালায়, জানালা দিয়ে তামান্নার পুরো রুম দেখা যায়।
জানালার সামনেই তামান্নার বেড, বেডের পাসে পড়ার টেবিল, জানালার সাখে সামনা-সামনি করে রাখা ৩ খাত বৃশিষ্ট একটি ওয়াডড্রুফ, ওয়াডড্রুফ এর মাঝা-মাঝি একটি ৩২ ইন্চীর LED TV 📺। ওয়াসরুমের দরজার পাশে আলমারি ও বারান্দার পাসেই ডেসিনটেবিল, টিভির পাশেই একটি ছোট্ট অ্যাকুরিয়াম।
ইষান তামান্নার পুরো ঘর জানালা দিয়ে সূক্ষ দৃষ্টিতে নজর গুলাচ্ছে। তামান্না রুমে নেই ,-" ব্যাপার টা কী? 😕কই গেলো তামান্না?"-
তামান্নাকে রুমে না পেয়ে চিন্তায় পড়ে গেলো ইষান, পরক্ষনেই ইতস্তত হয়ে অবার ভাবলো,-"আ আজব তো.....😐আমি কেন ও ওই পিচ্চির জন্য এতো চিন্তা করছি😑??"-
-"আমার হয়েছে টা কি?? নাহ্ আমি সুয়ে পরি, ১২:০০am বাজে আমি সুয়ে পরি আমার এখন ঘুম প্রয়োজন।"-
কোনো সময় নষ্ট না করেই তরিঘরি করে সুয়ে পরে ইষান তার বেডে। একবার বা-দিকে ফিরছে তো একবার ডান-দিকে ফিরছে but ঘুম আর এসে বসলো না ইষানের চোখের পাতায়।
চটজলদি আবার বসে পড়লো ইষান,-"নাহ্ ওই পিচ্চি কই আছে তা না জানা ওবদি আমার ঘুম মাথায় চড়বে না।😑😑 কই খুজবো এখন পিচ্চিটারে।"-
চিন্তায় ইষান পাইচারি করতে থাকে -"কই গেলো😑? পিচ্চিটা কই যাইতে পারে? কই খুজবে? কোথায় খুজবে? কেমনে খুজবে? "-
ইষান বুঝতে পারছেনা কিছুই। হঠাৎ একটা মেয়েলি হাচির শব্দ কানে ভেসে আসলো ইষানের র্কণপটে, ইষান আবার তাকায় জানালার দিকে।
ওয়াসরুম থেকে বের হয়েছে তামান্না, বোধ হয় সাওয়ার নিচ্ছিলো এতোক্ষন। তামান্না আবারও একটা হাচি দেওয়ার জন্য মুখ খুলল, ইষান এতোক্ষন ধরে তামান্নাকেই দেখছিলো, তামান্নার দেখা-দেখি ইষানও মুখ খুলল, তামান্না একটা হাচি দিলো, ইষানও মুখটা এমন ভঙ্গিতে বন্ধ করলো যেন সেও হাচি দিচ্ছে।
ইষান এই সব কান্ড দেখে ও নিজেকে এমন করতে দেখে মুচকি মুচকি হাসছে আর নিজের অজান্তেই মাথা এপাস-ওপাস দোলাচ্ছে😄😄। ইষান জানালা দিয়ে তামান্নার রুমের দিকে তাকালো, আর সাথে সাথেই ইষানের চোক্ষুচড়ক গাছ😵😵।
এতোক্ষন খেয়াল না করলে ও এখন তার নজর সোজা তামান্নার দিকে 👀।
তামান্নার পরনে ছিলো হালকা নীল রং এর প্লাজু ও সাদা রং এর টি-শার্ট, কোনো প্রকার ওড়না নেই এই শেমবতীর শরীলে, ছিপ ছিপ পানির কারনে পিঠের কাপড় শরীলের সাথে লেপ্তে দৃর্শমান হয়ে পরলো ইষানের চোখে 😳। ইষান একটা সক্ত ঢুক গিলল তার মনের অনুভুতি গুলো যানান দিচ্ছে যে সে অনেক বড় পাহাড় এর চূড়া থেকে পরে গিয়েও বেচে আছে 😬😬। ইষানের নজর যেন বলছে,-" ভাই দেখিস না....... দেখিস না........ এটা শ্বাস্থের জন্য ক্ষতিকর...😣😣...-"
কিন্তু মন বলছে,-" ভাই দেখ দেখ এতো সুন্দর দৃশ্য আবার কবে দেখতে পারবি বল!? তাই এখনি শেমবতীকে দেখে ফেল, কোন চিন্তা করিস না, তোকে কেউ দেখতে পারবে না,😤তোর চুরি করে দেখার দৃশ্য কারো চোখে পরবে না, তামান্না নামের শেমবর্ণের ওই অষ্টাদশীরও না 👀।"-
~~~ কাজী মহল নামের ৩টালা ডুপ্লেস বাড়ির জানালার গ্লাস কিছুটা অদ্ভুদ তামান্নার বাবা তামিম সাহেব কোন বেক্কলের কথায় যে বাড়ি নির্মাণের সময় জানালার জন্য এমন গ্লাস নির্ধারণ করলেন সেটা কেউ জানে না। রাতের বেলা গ্লাস দিয়ে ভিতর থেকে বাহিরে দেখা না গেলেও বাহির থেকে ভিতর দেখা যায়, তাই সবার রুমেই পর্দা দেওয়া আছে সুধু তামান্নার রুম বাদে 😑।
~~~ আসল কথা হলো আগে কখনো তামান্নার রুমের জানালায় পর্দার প্রয়োজনই হয় নি, কারণ ওর জানালা দিয়ে কিছু দেখা যায় না আর দেখা যাবেই বা কি করে, তামান্নার জানালার দিক সোজা মুখ করে আছে আরেকটি জানালা, তামান্নার কোনো ভয় নেই সে... বীণাদিধায় তার রুমের জানালায় পর্দা ব্যাতিত ঘুরাঘুরি করে কারন সে যানে, মানে সে ১০০% নিশ্চিত যে তার রুমের বরাবর যেই রুম সেই রুমে বিগত ৬ কি ৭ বছর সে এই রুমে নেই, তাই পর্দা ছাড়া সে নিশ্চিন্তেই আছে, দিব্বি আছে। ~~~
~ TBC ~
***Download NovelToon to enjoy a better reading experience!***
Comments
STUPID LAZY GIRL
sis upload more
2025-08-09
1