Time Loop
১৬ বছর বয়সের একটি ছেলে,যার নাম রিওন।আজ সে প্রচুর খুশি,কেননা আজ তার স্কুল পরিক্ষার রেজাল্ট এসেছে।এবং সে খুব ভালো রেজাল্টও করেছে।তাই সে খুব খুশি,কেননা তার বাবা তাকে বলেছে যে পরিক্ষায় ভালো রেজাল্ট করলে তার জন্য পুরুষ্কার আছে।তাই সে রেজাল্ট হাতে খুব তারাতাড়ি বাড়ি যাচ্ছে,কিন্তু রাস্তা পার করার সময় যে ভালো করে রাস্তা দেখে পার হতে হয় সেটাই সে তারার মাথায় ভুলে গেছে।সে যখন রাস্তা পার হচ্ছিল তখন তার বামদিক থেকে একটি ট্রাকের বিকট হর্নের আওয়াজ ভেসে আসলো,সে বামদিকে তাকিয়ে দেখতে পারলো যে একটি দ্রতগামী ট্রাক তার দিকে তেড়ে আসছে।সে ভয়ে নিজের চোখ বন্ধ করে ফেললো,আর অনুভব করতে পারলো যে কেও তাকে ধাক্কা দিয়ে রাস্তার অপর পাসে ফেলে দিয়েছে।আর তখনি তার কানে একটা কিছু জোরে ধাক্কা খাওয়ার শব্দ ভেসে আসলো।সে একটু একটু করে নিজের চোখ খুললো,ঐ ট্রাকটি যতটা দ্রুত এসেছিলো ততটাই দ্রুত চলে গেলো।সে রাস্তার দিকে তাকিয়ে দেখতে পেলো যে পুরো রাস্তা রক্তে লাল হয়ে গেছে,আর একজন লোক নিথর হয়ে শুয়ে আছে।এই লোকটাই ওর জিবন বাঁচিয়েছে,আর ওকে বাঁচাতে গিয়ে সে নিজেই মরে গিয়েছে।রিওন কাপা কাপা পায় ঐলোকটার কাছে গেলো,ঐলোকটার পুরো মুখ থেঁতলে দিয়েছে ঐ ট্রাকটা।এটা দেখে রিওন ওখানেই অঙ্গান হয়ে যায়।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,একে একে অনেকগুলো বছর পেরিয়ে গেলো,আজ রিওন অনেক বড় একজন সায়েন্টিস্ট।কিন্তু বহু বছর আগের ঐ দূর্ঘটনার কথা আজও সে ভুলতে পারেনি,ঐ ঘটনাটা ওর মনে একটি দাগ কেটে গিয়েছিল।যেটা সে আজও কাটিয়ে উঠতে পারেনি,সে মনে করে ঐ লোকটার মৃত্যুর জন্য সে দায়ি,তার সব সময় নিজেকে খুনি মনে হয়।তাই সে নিজের অতিত কেই পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে,আর তার এতোদিনের পরিশ্রমের পর আজ সে সফল হয়েছে।কেননা সে তৈরি করেছে টাইম মেশিন।যেটা দিয়ে সে নিজের অতিত পরিবর্তন করতে পারবে।যন্ত্রটা দেখলে মনে হবে ওটা একটা শার্টের বুতোম,সে ওটাকে নিজের শার্টের বুতোমের সাথে লাগিয়ে নিলো।
আর তখনি ওটা চালু হয়ে গেলো,আর বলতে লাগলো আপনি কোন সময়ে ট্রাভেল করতে চান।রিওন দিন মাস বছর সব মনে রেখেছিল,কেননা সে ছোটবেলা থেকেই টাইম মেশিনের পরিকল্পনা করে এসেছিলো।তাই সে দিন মাস বছর সব ঠিক ভাবে বললো,কিন্তু ঐ ঘটনাটা ঠিক কটা বাজে ঘটেছিলো সেটা সে ভুলে গিয়েছিল,তাই সে নিজের মতো করে একটা সময় বলে দিলো।আর টাইম মেশিন চালু হয়ে গেলো।
,,,,,,,,,,,,,,,,,,,আজ বহুবছর আগের সেই রাস্তায় দাঁড়িয়ে আছে রিওন,সময়টা দুপুর হওয়ায় প্রচন্ড গরম লাগছে তাঁর,হঠাৎই তার চোখ পরলো সামনে থাকা একটি ছেলের উপর,যে কিনা হাতে একটি কাগজ নিয়ে রাস্তা পার হওয়ার উদ্দেশ্য আসছে।আর ভালো করে তাকিয়ে সে বুঝতে পারলো যে এটা তারই ছোটবেলা,সে এগিয়ে যাচ্ছিলো নিজের ছোটবেলার সাথে কথা বলার জন্য ,কিন্তু তার ছোটবেলার রিওন তারার মাথায় রাস্তা না দেখেই পার হচ্ছিল।এবার সে লক্ষ করলো যে ঐরিওন এর অপর পাশে একটি দ্রতগামী ট্রাক অনেক স্পিডে ছুটে আসছে।সে তারাতাড়ি ঐ রিওন কে বাঁচানোর জন্য ছুটে গিয়ে তাকে ধাক্কা দিয়ে রাস্তার অপর পাসে ফেলে দিলো।আর সে সামনে তাকিয়ে দেখতে পেলো ঐ ট্রাকটা তার দিকেই ছুটে আসছে,তখন সে বুঝতে পারলো যে তাকে ছোটবেলায় যে বাচিয়েছিলো সেটা সে নিজেই।আর কিছু ভাবার অবকাশ পেলোনা সে তার আগেই এক বিকট শব্দে সবকিছু নিশ্চুপ হয়ে গেলো।
এরপর ছোট্ট রিওন একটু একটু করে ঐলোকটার কাছে এগিয়ে গেলো,
ট্রাকটা ঐ অপরিচিত লোকটার মুখ পুরো থেঁতলে দিয়েছিলো,যেটা দেখে ছোট রিওন ওখানেই অঙ্গান হয়ে যায়।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,একে একে অনেকগুলো বছর পেরিয়ে গেলো,আজ ছোট্ট রিওন অনেক বড় একজন সায়েন্টিস্ট।কিন্তু বহু বছর আগের ঐ দূর্ঘটনার কথা আজও সে ভুলতে পারেনি,ঐ ঘটনাটা ওর মনে একটি দাগ কেটে গিয়েছিল।যেটা সে আজও কাটিয়ে উঠতে পারেনি,সে মনে করে ঐ লোকটার মৃত্যুর জন্য সে দায়ি,তার সব সময় নিজেকে খুনি মনে হয়।তাই অনেক পরিশ্রমের পর আজ সে সফল হয়েছে।কেননা সে তৈরি করেছে টাইম মেশিন।যেটা দিয়ে সে পরিবর্তন করবে সময়কে,কিন্তু আসলেই কি সময় কে পরিবর্তন করা যায়??
***Download NovelToon to enjoy a better reading experience!***
Comments