Part ২: ছায়ার ভিতরে লুকানো আগুন

স্থান: ঢাকা

বাইরে গরম রোদ, শহরজুড়ে কোলাহল। কিন্তু এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টের ভেতরে নাফজা শান্তভাবে জানালার পাশে দাঁড়িয়ে। তার কোলে ছোট্ট জায়ির ঘুমাচ্ছে। সে জানে, আজকের ঘুম নিঃশব্দ, কিন্তু আগামীকাল থেকে এই ঘুমও রক্তের গন্ধ পাবে।

তার প্রতিশোধ শুরু হয়েছে—কিন্তু সে তা কারো চোখে পড়তে দেবে না।

নাফজা জানে, ইনায়া এখন সমাজে একজন ‘রোল মডেল’। তার NGO, তার স্বেচ্ছাসেবী কাজ, তার দানশীল মুখোশ—সবকিছুই শহরের মিডিয়ায় আলোচিত। অথচ, ওই মুখোশের আড়ালেই লুকিয়ে আছে এক বিষাক্ত সত্য। একদিন সেই সত্যই আলো দেখবে। সেই দিনই ইনায়ার সাজানো জগত ভেঙে পড়বে।

---

নাফজার গোপন জার্নাল

রাতে, যখন জায়ির ঘুম গভীর হয়, তখন নাফজা ডেস্কে বসে তার ল্যাপটপ খোলে। সে নিজের লেখা “নীরব আত্মারা” নামক বইয়ের পাণ্ডুলিপি লিখছে। বইটি এক "নামহীন" বোনকে নিয়ে, যাকে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও বিষ দিয়ে চিরতরে স্তব্ধ করে দেওয়া হয়।

এই বইয়ের ভেতরই সে ইনায়ার সব অপরাধ তুলে ধরবে—কিন্তু গল্পের ছদ্মবেশে। যেন গোটা দেশ বই পড়ে ভালোবাসবে ‘নাফজার গল্প’, কিন্তু বুঝবে না এই বই-ই একদিন কারো জীবন উল্টে দেবে।

---

ইনায়ার ভয়

অন্যদিকে ইনায়ার মনটা শান্ত না। গত রাতের সেই বৈঠকে নাফজাকে দেখার পর তার বুক কেঁপে উঠে।

সে বারবার নিজেকে বোঝাতে চেষ্টা করে—

“না, ও কিছু জানে না। জানলেও কিছু প্রমাণ করতে পারবে না।”

কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় সেই পুরনো ভিডিও…

আর সেই বিষের কাপ—

সেই দিন সে ইনায়া ছিল না, ছিল একজন আতঙ্কিত মানুষ। তার বন্ধুর জীবন বাঁচানোর জন্য কেউ একজন বলেছিল—

> “তোমার বোন যদি একটা গান গায়, Rimsha মারা যাবে। তুমি কি চাও এটা হোক?”

তখনই ইনায়া নিজের হাতে বানানো চা কাপে বিষ মিশিয়ে দিয়েছিল।

এক কাপ—তার নিজের বোনের জন্য।

সে জানত না, সেই চায়ের কাপে শুধু গানের মৃত্যু হবে না,

একটি শিশুরও নিঃশব্দ ভবিষ্যৎ ধ্বংস হবে।

---

অজানা সত্য

ইনায়া জানত না, তখন নাফজা গোপনে বিয়ে করেছিল Zayir-এর বাবা—Zavian-কে, তাদের পারিবারিক প্রতিপক্ষের উত্তরাধিকারী।

তাদের বিয়ের কথা কেউ জানত না, এমনকি ইনায়াও না।

আর তখনই নাফজা গর্ভবতী ছিল। বিষ খাওয়ার পর শুধু তার গলার স্বর স্তব্ধ হয়নি, স্তব্ধ হয়ে গেছে তার গর্ভের সন্তানের কণ্ঠও।

---

শেষ দৃশ্য

ঘরের দেয়ালে নাফজা একটি পুরনো ছবি টাঙিয়ে দেয়। ছবিতে দুই বোন, ইনায়া আর নাফজা, হাসছে—সেই দিন, যখন সব ছিল নিখুঁত।

ছবির নিচে সে লিখে:

> “বিশ্বাস যখন বিষ হয়ে যায়, তখন ভালোবাসাও অস্ত্র হয়ে ওঠে।”

সে আয়নার সামনে দাঁড়িয়ে বলে—

“এই শহর, এই পরিবার, এই পৃথিবী—সবাই আমাকে ভুল বুঝেছে। এবার আমিই বুঝিয়ে দেবো কাকে বলে প্রতিশোধ। কিন্তু নীরবভাবে।”

------------

aa

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

Aa

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

a

Download

Like this story? Download the app to keep your reading history.
Download

Bonus

New users downloading the APP can read 10 episodes for free

Receive
NovelToon
Step Into A Different WORLD!
Download NovelToon APP on App Store and Google Play